নীলফামারীর ডিমলা সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী এ এইচ এম ফিরোজ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সৈয়দপুর উপজেলার নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম এ ফলাফল ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এ ইউনিয়নের মোট ভোটার ৩৬ হাজার ৩৫৯টি। এরমধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ৩১০ এবং মহিলা ভোটার ১৮ হাজার ৪৮ জন। এছাড়াও একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৯টি ওয়ার্ডের ১৬টি কেন্দ্রের ১০৪টি বুথে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে।
সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী এ.এইচ.এম ফিরোজ, স্বতন্ত্র প্রার্থী উৎপল কুমার সিংহ রায়, মজিব উদ্দিন ও আমিনুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফিরোজ ৯ হাজার ৬২৩ ভোটে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার হৃদরাগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আবুল কাশেম সরকার ২০২১ সালের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়েছিলেন।
নির্বাচন বিষয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলায়েত হোসেন এবং রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলার নির্বাচন অফিসার রবিউল আলম বলেন, সকাল থেকে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ডিমলা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নীলফামারী ডিমলা উপ-নির্বাচন আওয়ামী লীগ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh