Logo
×

Follow Us

জেলার খবর

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১৩:২০

বিকাশ প্রতারক চক্রের মূল হোতা গ্রেপ্তার

রাজু শেখ। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিকাশ প্রতারক চক্রের মূল হোতা রাজু শেখকে (২৮) গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঝিনাইদহ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাজু মাগুরা জেলার শ্রীপুর থানার চর মহেশপুর গ্রামের দাউদ শেখের ছেলে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহীন উদ্দীন জানান, বেশ কয়েকদিন আগে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভুক্তভোগী দীপক মন্ডল ঝিনাইদহ সদর থানায় বিকাশ প্রতারণার একটি অভিযোগ দায়ের করেন।

তিনি আরও বলেন, অভিযোগে জানাযায়, ‘হ্যালো, বিকাশ থেকে নাহিদ (ছদ্মনাম) বলছি । বিকাশ একাউন্ট আপগ্রেডের কাজ চলছে। বিকাশ থেকে আপনার ফোনে ভেরিফিকেশন কোড (OTP) এসএমএস করা হয়েছে। সেটা আমাকে দিন। অন্যথায় আপনার বিকাশ একাউন্ট বন্ধ করে দেওয়া হবে।’ ঠিক এভাবেই প্রতারণা করে ঝিনাইদাহ জেলাসহ দেশের বিভিন্ন এলাকা হতে বিকাশ হ্যাকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক রাজুসহ তার গ্যাং।

তিনি বলেন, এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত শুরু করে সত্যতা পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ সংক্রান্তে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫