জামালপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ধারী দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ইজিবাইক চালক ও যাত্রীকে রাস্তা থেকে ধরে নিয়ে অশ্লীল ছবি ধারণ এবং অর্থ আদায়ের অভিযোগ গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর সদর উপজেলার পশ্চিম ফুলবাড়িয়া (দড়িপাড়া) এলাকার মৃত নাসিরুদ্দিনের ছেলে মো. শাহাবুদ্দিন (২৮) ও একই এলাকার আবু সাইদের ছেলে মো. স্বাধীন (২৭)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মোখলেছুর রহমান নামে এক ইজিবাইক চালক একজন যাত্রী নিয়ে শহরের ব্যাম্বো গার্ডেন সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় প্রতারক শাহাবুদ্দিন ও স্বাধীনের নেতৃত্বে ডিবি পুলিশ পরিচয়ধারী একটি চক্র তাদের আটক করে। পরে ইজিবাইকের চালক ও যাত্রীকে শহরের শেখের ভিটা এলাকার একটি বাসার তিনতলায় আটকে রাখে। একপর্যায়ে প্রতারক চক্রের এক নারী সদস্যের সঙ্গে জোরপূর্বক তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। পরে তাদের স্বজনদের কাছে মোবাইলে একলাখ ৩০ হাজার টাকা দাবি করেন। এক ঘণ্টার মধ্যে বিকাশে টাকা না পাঠালে ওইসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। পরে বাধ্য হয়ে তারা স্বজনদের ফোন করে বিকাশে ৫ হাজার টাকা এনে দেন।
এদিকে চাহিদামতো টাকা না পেয়ে ওইদিনই রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে শহরের পিটিআই মোড়ে নিয়ে যায় প্রতারক চক্র। সেখানে ইজিবাইকের ৫টি ব্যাটারি বিক্রির চেষ্টাকালে ইজিবাইক চালক ডাক-চিৎকার শুরু করেন। এসময় শহরের টহলরত পুলিশ ঘটনাস্থল থেকে প্রতারক শাহাবুদ্দিন ও স্বাধীনকে হাতেনাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে ইজিবাইক ও ৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ জানান, প্রতারক শাহাবুদ্দিন ও স্বাধীন বিভিন্ন সময় ডিবি পুলিশ পরিচয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। তাদের গ্রেপ্তারের পর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও তিনি জানান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh