Logo
×

Follow Us

জেলার খবর

সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ১৯:২৭

সাতক্ষীরা কারাগারে কয়েদির মৃত্যু

সাতক্ষীরা জেলা কারাগার। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা জেলা কারাগারের কয়েদি মো. ফখরুল ইসলাম সবুজ (৩৩) নামের এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টায় সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত ওই কয়েদি সদর উপজেলার বেহারীনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা কারাগারের জেলার মো. মামুনুর রশীদ জানান, ফখরুল ইসলাম সবুজ নামের ওই ব্যক্তি নারী ও শিশু নির্যাতন মামলায় বিচারাধীন অবস্থায় জেলা কারাগারে বন্দী ছিলেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকাল ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে পুলিশ পাহারায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। ধারনা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফখরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের লাশ ময়নাতদন্ত ছাড়াই সকাল ৬টায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫