Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Icon

পিরোজপুরে প্রতিনিধি

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ২১:৪৮

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকী ছবি

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্যাট্যারিং সার্ভিসের তিন কর্মী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিন থেকে চারজন।

আজ শুক্রবার (১৭ মার্চ) বিকেলে সদর উপজেলার পিরোজপুর-টগড়া সড়কের শংকরপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্স সার্ভিসের কর্মী বলে জানা গেছে। তবে তাদের কারো পরিচয় পাওয়া যায়নি।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. ইয়াছিন আলী এ প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা যাচ্ছিল। অন্যদিকে বাগেরহাট স্টুডেন্ট ক্যাটারার্সের ২১ কর্মী নিয়ে একটি টমটম পিরোজপুরের ভান্ডারিয়ায় যাচ্ছিল। শংকরপাশা এলাকায় টমটমটি নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসের চাপা‌‌য় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন বলে জানান এএসপি। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫