দেশে বৈদেশিক মুদ্রার (ডলার) রিজার্ভ নিয়ে সরকার মানুষের সঙ্গে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
আজ শুক্রবার (১৭ মার্চ) বিকেলে গাজীপুর মহানগর জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে। সরকার রিজার্ভ নিয়ে মানুষের সাথে মিথ্যাচার করছে। রিজার্ভ সংকটের কারণে ব্যবসায়ীরা এলসি করতে পারছেন না।
তিনি বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের রেশন কার্ড চালু করার দাবিও করেন তিনি।
জনসভায় জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেন, বিএনপি ও আওয়ামী লীগ সাধারণ মানুষের কোনো উন্নয়ন করতে পারেনি। তারা প্রকল্পের নামে বড় বড় দুর্নীতি করেছে।
এম এম নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ, জেলা ও মহানগরের নেতারা বক্তব্য রাখেন।
সভায় মহানগর জাতীয় পার্টির সভাপতি এম এম নিয়াজউদ্দিনকে আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ঘোষণা করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সরকার রিজার্ভ মিথ্যাচার জিএম কাদের গাজীপুর জাতীয় পার্টি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh