Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ২১:০১

 ঝিনাইদহে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

ফেনসিডিলসহ আটককৃত দুইজন। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) রাতে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার চাপরাইল এলাকার মৃত শুকুর আলী বিশ্বাসের ছেলে আবুল কাশেম (৫২) ও তার স্ত্রী সাবেক ইউপি সদস্য রহিমা বেগম (৫০)। 

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, রাত ১২টার পর উপজেলার চাপরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। 

আজ শনিবার (১৮ মার্চ) তাদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে আটক শুকুর আলী বিশ্বাসের নামে একটি ও তার স্ত্রী রহিমা বেগমের নামে ৩টি মাদকের মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫