Logo
×

Follow Us

জেলার খবর

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ২২:০৩

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের একে খানে মোড়ে ট্রাকের ধাক্কায় মো. সাজ্জাদ (৩৬) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহমুদ (৪০) নামে মোটরসাইকেলের চালক।

আজ শনিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ জোরারগঞ্জ থানার করেরহাট আদর্শ গ্রামের মো. শাহজাহানের ছেলে।

পুলিশ জানায়, এ কে খান মোড় এলাকায় একটি ট্রাক চলন্ত অবস্থায় অপর একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহী সাজ্জাদ রাস্তায় ছিটকে পড়েন। পরে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ কে খান মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে চমেক হাসপাতালের ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫