বরিশাল থেকে বিক্রির উদ্দেশ্যে ঢাকা নেয়ার পথে পিকআপ ভর্তি ২২ ড্রাম জাটকা জব্দ করেছে পুলিশ। এসময় জাটকা পাচারে সহযোগিতার অপরাধে সাধন সরদার ও আব্দুর রহমান রিমন নামে দুজনকে আটক করা হয়।
গতকাল শনিবার (১৮ মার্চ) দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এই অভিযান পরিচালনা করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল।
তথ্য নিশ্চিত করে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ‘বরগুনার তালতলী থেকে বিপুল পরিমাণ জাটকা ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে রহমতপুর ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় একটি পিকআপে তল্লাশি করে ২২ ড্রাম জাটকা ও ছোট ইলিশের পোনা জব্দ করা হয়। এসময় পিকআপ চালক ও তার সহযোগিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। পাশাপাশি জব্দকৃত জাটকা মৎস্য অফিসের সহায়তায় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বরিশাল জাটকা পুলিশ সড়ক দুর্ঘটনা আটক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh