আশুলিয়ায় ১৬.১ কেজি গাঁজা, আট হাজার ৮২০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
আজ রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ .১ কেজি গাঁজা, আট হাজার ৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক পরিবহণে ব্যবহৃত প্রাইভেট কারসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটকরা হলেন কুমিল্লা জেলার মো. আরিফ হাছান (৩৩) ও মো. শরিফ মিয়া ওরফে শরিফ ফকির (৩০)।
র্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আশুলিয়া মাদক মাদক ব্যবসায়ী আটক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh