চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মুন্না (২৩) নামের এক চালক নিহত হয়েছে।
আজ রবিবার (১৯ মার্চ) দুপুরে দর্শনা বাসস্ট্যান্ড-চুয়াডাঙ্গা সড়কের হটাৎপাড়ার নিকটবর্তী মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মুন্না দর্শনা পৌর এলাকার হাজিপাড়ার লাল্টু বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবীর জানান, এদিন দুপুরে মুন্না বিশ্বাস প্রাইভেটকার চালিয়ে দর্শনা হতে দামুড়হুদায় যাচ্ছিল। এসময় দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দর্শনা ধোপাপাড়া পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন সংলগ্ন স্থানে পৌঁছুলে একটি কুকুর তার সামনে পড়ে। ওই কুকুরটিকে বাঁচাতে গিয়ে সে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন প্রাইভেটকার চালক মুন্না বিশ্বাস। স্থানীয় ও পথচারীরা আহত চালক মুন্না বিশ্বাসকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,এ দুর্ঘটনার ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে দিয়ে দেয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা নিহত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh