Logo
×

Follow Us

জেলার খবর

এবার মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১৯:০৮

এবার মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেলেন ব্যারিস্টার সুমন

মঞ্চে বক্তব্য রাখছেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ছবি: সংগৃহীত

এবার মঞ্চ ভেঙে হুড়মুড়িয়ে পড়ে গেছেন সামাজিক মাধ্যমের আলোচিত মুখ ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

আজ রবিবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কেউই আহত হননি বলে জানা গেছে। তিনি মুন্সীগঞ্জে ফুটবল খেলতে এসে বক্তব্য দিচ্ছিলেন।

মুন্সীগঞ্জে খেলাধুলা বিষয়ক এক অনুষ্ঠানে আলোচনা রাখার সময় হঠাৎ মঞ্চ ভেঙে যায়। এসময় মঞ্চে উপস্থিত ব্যারিস্টার সুমনসহ সবাই হুড়মুড় করে পড়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এসময় উৎসুক জনতার একাংশ মঞ্চে উঠে গেলে মঞ্চটি ভেঙে পড়ে। তবে কেউই হতাহত হননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫