কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

বরিশালে কলেজছাত্র রকিবুল ইসলাম রিজনকে কুপিয়ে হত্যা চেষ্টায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। 

আজ রবিবার (১৯ মার্চ) সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে বরিশাল কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজসহ আটটি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

শিক্ষার্থী এইচএম রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- শিক্ষার্থী মনিরুজ্জামান খান, মোহাম্মদ মঈন, নোমান, আহতের বোন সুমাইয়া আক্তার, টুম্পা আক্তার, সায়মন হোসেন, আব্দুল জব্বার প্রমুখ।

জানা গেছে, কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় গত ১৫ মার্চ বিকেলে নগরীর কাশিপুরের ইছাকাঠী প্রধান সড়কে শিক্ষার্থী রিজনকে হত্যার চেষ্টা করা হয়। এসময় আহত রিজনকে এলাকাবাসী উদ্ধার করতে গেলে তাদেরও হুমকি দেয় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে রিজনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে অবস্থার অবনতী ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা। এ ঘটনায় আহতে মা রুবিনা বেগম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় নামধারী সাতজনসহ অজ্ঞাত আরো দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //