দূর্গাপুরে বিএনপি-পুলিশ সংঘর্ষ, গুলি

নেত্রকোণা জেলার দূর্গাপুরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে ও বিএনপির চারজন নেতাকর্মীকে আটক করে।

আজ রবিবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১০টায় র‌্যালীসহকারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার সময় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইমাম হাসান আবু চান, দূর্গাপুর পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, দূর্গাপুর পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু ও যুবদল নেতা শাহ আলম।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, সকাল ১০টায় মহান স্বাধীনতা দিবসে ব্যানার নিয়ে র‌্যালী করার সময় পুলিশের সাথে কথা কাটাকাটি হয় বিএনপি নেতা-কর্মীদের। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন শটগানের গুলি ছুড়ে। এসময় ৪ বিএনপির নেতা-কর্মীকে আটক করা হয়। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানায় পুলিশ।

দূর্গাপুর উপজেলা বিএনপির আহবায়ক আলম ভূঁইয়া জানান, আজ রবিবার ১০টার দিকে আমরা উপজেলার কাচারী মোড় থেকে ব্যানার নিয়ে শহীদব্যাধীতে ফুল দিতে চাইলে পুলিশ ব্যানার নিতে বাধা দেয়। পরে আমরা সেখান থেকে স্থান ত্যাগ করার সময় পুলিশ ছাত্রদল-যুবদল নেতা-কর্মীদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। পরে পুলিশ অল্পক্ষণের মধ্যেই আমাদের উপর ধাওয়া দিয়ে হামলা করে ও গুলি ছুড়ে। এসময় আমাদের চারজন নেতা-কর্মীদের আটক করে। এ ঘটনায় শিশির নামে এক ছাত্রদল কর্মী আহত হয়েছেন বলেও দাবি করে উপজেলা বিএনপির এই নেতা।

নেত্রকোণা অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া উইং) মো. লুৎফুর রহমান জানান, বিএনপির নেতা-কর্মীরা র‌্যালী করে শহীদ ব্যাধিতে যাওয়ার সময় পুলিশকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ ও ইট পাটকেল মারতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড গুলি ছুড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করার কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //