Logo
×

Follow Us

জেলার খবর

নাফ নদী থেকে ২ কেজি আইসসহ পাচারকারী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ১৫:২৪

নাফ নদী থেকে ২ কেজি আইসসহ পাচারকারী আটক

বিজিবির অভিযানে আইসসহ আটককৃত ব্যক্তি। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, আজ রবিবার (২৬ মার্চ) ভোর রাত ৩টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন নাফ নদীর বরইতলী পয়েন্টে এ অভিযান চালানো হয়েছে।

আটক মাহমুদ উল্লাহ (৪২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়াস্থ বরইতলী এলাকার নুরুল আলমের ছেলে।

লে. কর্নেল মহিউদ্দীন বলেন, ভোর রাতে টেকনাফে নাফ নদীর হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকা সংলগ্ন বরইতলী পয়েন্ট দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে কাঠের নৌকা চালিয়ে এক ব্যক্তিকে নাফ নদীর জলসীমার শূন্যরেখা অতিক্রম করে আসতে দেখে। নৌকাটি নদীর কিনারার কাছাকাছি পৌঁছালে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে নৌকায় থাকা লোকটি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়েছে।

এসময় আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, নৌকাটিতে মাছ ধরার জালের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় ২ কেজি ৭৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস। এছাড়া নৌকাটি তল্লাশি করে পাওয়া গেছে, ৩৯ প্যাকেট বার্মিজ কফি, ২০ কেজি ওজনের নিষিদ্ধ কারেন্ট জাল ও ৮০ কেজি সুতার জাল।

বিজিবির এ কর্মকর্তা জানান, অভিযানে মাদক ছাড়া উদ্ধার করা অন্য মালামালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫