নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০৩:২৮ পিএম
আপডেট: ২৬ মার্চ ২০২৩, ০৫:৩৩ পিএম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে নেত্রকোণার স্থানীয় সংগঠন আদ্যাক্ষর ‘শিল্পে বাঁচে মনুষ্যত্ব’ শ্লোগানকে ধারণ করে সংগঠনের সদস্য ও পথশিশুদের আঁকা ছবি প্রদর্শনীর আয়োজন করে। আজ রবিবার (২৬ মার্চ) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে পৌর আর্ট গ্যালারীতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
আয়োজকরা হলেন- দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকাশ সাহা, মুন আহমেদ, সাবিথ ইবনে সাঈফ, আদিব রহমান, হৃষিতা পাল, নেত্রকোণা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নিউলালিসা, বর্ষা তালুকদার, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের মৃত্তিকা চন্দ, ঢাকার রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী সপ্তপ দাস অর্গ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য আকাশ সাহা জানান, সুষ্ঠ সুন্দর সামাজিক সাংস্কৃতিক বন্ধন গড়ে তুলতে এবং সুশিক্ষার আলোয় আলোকিত করতে ও মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে এই প্রদর্শনী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : জাতীয় দিবস স্বাধীনতা দিবস নেত্রকোণা প্রদর্শনী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh