শেরপুর পৌর শহরের নৌহাটা এলাকার ট্রলি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
আজ রবিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার শেরপুর-ঝিনাইগাতী সড়কে ওই দুর্ঘটনা ঘটে।
এতে ট্রলিচালক রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত রবিউল নৌহাটা এলাকার হাতেম আলীর ছেলে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ঝিনাইগাতী থেকে ছেড়ে আসা শেরপুরগামী পণ্য বোঝাই ভটভটি অপর আরেকটি ভটভটিকে অভারটেকিং করে সামনে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এসময় ঝিনাইগাতী-শেরপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর সড়ক দুর্ঘটনা নিহত শেরপুরে সড়ক দুর্ঘটনা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh