দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করে। একই সাথে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও র্যাব কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, সর্বশেষ খবর অনুযায়ী ৬ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি আছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে এবং ক্ষতিগ্রস্তদের সে অনুযায়ী ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হবে। আজ ক্ষতিগ্রস্তদের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেছন, একমাত্র শেখ হাসিনার সরকার দেশের দুস্থ অসহায় মানুষের কথা ভাবে। যার ফলে বার বার আমরা আপনাদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এই সরকার দেশের সকল স্তরের মানুষদের নিয়ে উন্নয়নের দিকে ক্রমাগত এগিয়ে যাচ্ছে।
এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. ইউনুস খান উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh