শেরপুরে নিষিদ্ধ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

শেরপুরে ৯১ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। 

গতকাল সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পোড়াগাও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো. রুবেল (৩০) উপজেলার পূর্ব সমশ্চূড়া এলাকার মো. বিল্লাল হোসেনের ছেলে। 

জানা যায়, আটককৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৪৫ হাজার টাকা। এসময় তার কাছ থেকে ১টি সিমসহ মোবাইল ফোন ও মাদক বহন করা ইজিবাইক উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নালিতাবাড়ি থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১৪ সিপিসি-১, কোম্পানি কমান্ডার আশিকুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি দল অভিযান চালিয়ে মদসহ তাকে গ্রেপ্তার করে। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //