Logo
×

Follow Us

জেলার খবর

চাঁদপুরে বিদেশি মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩, ১৩:৫৯

চাঁদপুরে বিদেশি মদ ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রফিকুল ইসলাম হিমেল। ছবি: চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজাসহ রফিকুল ইসলাম হিমেল (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গতকাল শনিবার (৮ এপ্রিল) সকাল চাঁদপুর হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠ এলাকা থেকে তাকে আটক করে মডেল খানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা এবং ১৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়।

পরে দুপুরে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে হিমেলকে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।

হিমেল শরীয়তপুর জেলার নড়িয়া থানার মো. খোকনের ছেলে। বর্তমানে সে ঢাকার গেন্ডারিয়া এলাকায় বসবাস করেন। 

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই মো. শাহরিন হোসেন জানান, শনিবার সকালে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিনা ফেরিঘাট সংলগ্ন বিআইডব্লিউটিএ মাঠ এলাকা থেকে হিমেলকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৬ কেজি গাঁজা এবং ১৫টি বিদেশি মদের বোতল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

মাদক ব্যবসায়ী হিমেল জানান, মাদকগুলো কুমিল্লা জেলা থেকে শরীয়তপুর জেলায় বিক্রয়েরর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫