মোহনপুরে ট্রলির চাকায় পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্র নিহত

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১৫:৪৮

ছবি: রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর মোহনপুরে মাটি বোঝাই ট্রলির চাকায় পৃষ্ট জাকির হোসেন (১৩) নামে এক হাফেজিয়া মাদ্রাসার ছাত্র নিহত হয়েছেন। গতকাল সোমবার (১০ এপ্রিল) দুপুরে ত্রিমোহনী-কালীগঞ্জ রাস্তার ধুরইল রিফুজিপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাকির হোসেন ধুরইল হাজিপাড়া এলাকার আব্দুল গাফ্ফারের ছেলে এবং ধুরইল আহলে হাদিস ফাফেজিয়া মাদ্রাসার ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবারের মাধ্যমে জানা যায়, জাকির হোসেন ধুরইল বাজারে যাওয়ার জন্য ট্রলিচালককে থামতে বলেন এবং চলন্ত গাড়িতে উঠতে গিয়ে পেছনের চাকায় পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে মোহনপুর থানার ওসি মোহা. সেলিম বাদশাহ্ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।