Logo
×

Follow Us

জেলার খবর

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১৭:০৩

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো ব্যবসায়ীর

কুষ্টিয়া জেলার মানচিত্র। ফাইল ছবি

কুষ্টিয়ায় ট্রাকের চাপায় ইরান আলী (৩২) নামের এক ব্যবসায়ী যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) সকালের দিকে কবুরহাট দেশএগ্রো লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত ইরান মিরপুর উপজেলা পোড়াদহ দক্ষিণ কাটদহ গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি পোড়াদহ বাজারের তৈরি পোশাকের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালের দিকে ইমরান কুষ্টিয়া থেকে পোড়াদহ যাওয়ার পথে হঠাৎ অটো থেকে রাস্তার উপর পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইমরানকে চাপা দেয়। এসময় তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। দায়িত্বরত চিকিৎসক ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। সিসি ক্যামেরা দেখে ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫