Logo
×

Follow Us

জেলার খবর

বিচার বিক্রি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: প্রধান বিচারপতি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ২১:১১

বিচার বিক্রি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: প্রধান বিচারপতি

বক্তব্য রাখছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

যে জজ বিচার বিক্রি করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বুধবার (১২ এপ্রিল) দুপুরে ঝিনাইদহে আইনজীবীদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন।

দুর্নীতিকে ক্যান্সারের সাথে তুলনা করে বিচারপতি বলেন, বিচার বিভাগের কেউ দুর্নীতি করলে তাকে রাখা হবে না। বিচার বিক্রি করার বিচারকের তিনি ডাকাতের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন।

মতবিনিময় সভায় জেলা জজ নাজিমুদৌলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সরকারি কৌসুলি বিকাশ কুমার ঘোষ, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেনসহ অন্যান্য বক্তব্য রাখেন।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জর ভিত্তিপ্রস্তর স্থাপন ও গাছের চারা রোপণ করেন প্রধান বিচারপতি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫