এসএসসি পরীক্ষা দিতে না পারা লালমনিরহাটে এক নারী বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১৪ দিন অনশনে থাকার পর অবশেষে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার বিকালে ওই নারীর মা বাদী হয়ে প্রেমিক ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের নামে এ মামলা করেন।
মামলায় অভিযুক্তরা হলেন- আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শাখা নেওয়াজ ও তার স্ত্রী মর্জিনা বেগম, তার ছেলে মিজানুর রহমান মিজান, মনসুর আলী এবং কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল।
এদিকে মামলা দায়েরের পরে ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বুধবার বিকালে তাকে আদালতে হাজির হয়ে জবানবন্দি নেন।
প্রেমিক মিজান লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি গ্রামের শাখা নেওয়াজের ছেলে।
এদিকে প্রস্তুতি থাকার পরেও এসএসসি পরীক্ষা দিতে পারেনি ওই নারী। তার অভিযোগ, গত ৩০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হলে পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিলেও তাকে পরীক্ষা দিতে যেতে দেওয়া হয়নি। সাদা কাগজে স্বাক্ষর না দিলে পরীক্ষার হলে যেতে দেয়নি মিজানের পরিবার।
ওই নারীর সাথে ছেলের বিয়ে দিবে বলে প্রতিশ্রুতি দেয় প্রেমিক মিজানের বাবার। পরে মিজান ও তার বাবার কথায় ওই নারী প্রথম স্বামীকে তালাক দেয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : লালমনিরহাট ধর্ষণ আদিতমারী উপজেলা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh