ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতা বড় মনিরের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি টাঙ্গাইল অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছিলেন।
আজ সোমবার (১৫ মে) দুপুর ১২ টার দিকে বিচারক মো. মাহমুদুল মহসিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় দ্বিতীয় আসামি বড়মনির স্ত্রী নিগার আদালতে আত্মসমর্পণ করেনি।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর গোলাম কিবরিয়া বড় মনির তার আদালত পাড়া নিজের বাড়ির পাশে একটি ভবনে পারিবারিক ঝামেলা মিটিয়ে দেওয়ার কথা বলে ওই নারীকে ডেকে নেন। পরে একটি কক্ষে আটক করে তাকে ধর্ষণ করেন।
টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট এস আকবর খান জানান, ১৮ এপ্রিল উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন তিনি। এরপর রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করেন। এর প্রেক্ষিতে ৩০ এপ্রিল বিচারপতি এম ইনায়েতুল রহিম জামিন স্থগিত করে ২ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : টাঙ্গাইল ধর্ষণ আওয়ামী লীগ আদালত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh