
প্রতীকী ছবি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে জহুরুল ইসলামের (৫০) নামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত জহুরুল ইসলাম পালিয়ে যান। আদিতমারী থানা পুলিশ রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান।
আজ সোমবার (১৫ মে) বিকেল ৩টায় নির্যাতিত শিশুর মা বাদী হয়ে আদিতমারী থানায় অভিযুক্ত জহুরুল ইসলামের নামে একটি অভিযোগ দিয়েছেন।
এর আগে রবিবার (১৪ মে) সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতিত শিশুকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে আদিতমারী থানা পুলিশ।
পলাতক জহুরুল ইসলাম উপজেলার পলাশী ইউনিয়নের টুরুর বাজার এলাকার মৃত আজগার আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্ত্রীর মৃত্যুর পর বাড়িতে একা থাকেন জহুরুল হক। চকলেট দেওয়ার প্রলোভনে মাঝে মধ্যে প্রতিবেশী এক শিশুকে (৭) ডেকে নিয়ে বাড়ি পরিষ্কার করান তিনি। গতকাল রবিবার চকলেট দেওয়ার কথা বলে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করেন জহুরুল। পরে শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান জহুরুল।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে থানা পুলিশের সহায়তায় লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন।
আদিতমারী থানা ওসি মোজাম্মেল হক বলেন, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিজ গাড়িতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছি। এ ঘটনায় শিশুটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।