Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে ৪ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১৬:৩১

বরিশালে ৪ স্বতন্ত্র মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করছেন রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করা ১০ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে চার স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার।

বাকি ছয়জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। এদের মধ্যে দলীয় মনোনয়নপ্রাপ্ত চারজন এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী।

আজ বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, জাতীয় পার্টির প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু।

এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থী হলেন- বিসিসির সাবেক মেয়র আহসান হাবিব কামালের পুত্র বিএনপি সমর্থক কামরুল আহসান রুপন ও কাশিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলী হোসেন হাওলাদার।

এছাড়া যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সমর্থক লুৎফুল কবির, মো. আসাদুজ্জামান, নেছারউদ্দিন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার সভাপতি মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫