মোল্লাকান্দিতে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৪৮২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। 

গতকাল রবিবার (২১ মে) বেলা ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্ভাব্য এই বাজেট পেশ করেন মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন খান। মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মুন্সীগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, সংরক্ষিত নারী ইউপি সদস্য, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উন্মুক্ত এই বাজেট অনুষ্ঠানে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী ২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য বাজেটের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //