Logo
×

Follow Us

জেলার খবর

মোল্লাকান্দিতে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৩, ১২:৩৭

মোল্লাকান্দিতে দেড় কোটি টাকার বাজেট ঘোষণা

মোল্লাকান্দিতে বাজেট ঘোষণা। ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৪৮২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে। 

গতকাল রবিবার (২১ মে) বেলা ১১টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্ভাব্য এই বাজেট পেশ করেন মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী।

বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন খান। মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মুন্সীগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, সংরক্ষিত নারী ইউপি সদস্য, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উন্মুক্ত এই বাজেট অনুষ্ঠানে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী ২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য বাজেটের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫