Logo
×

Follow Us

জেলার খবর

সরিষাবাড়ীতে অটোরিকশায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৩, ২০:১৭

সরিষাবাড়ীতে অটোরিকশায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে রাফি (৩) নামে এক শিশু নিহত হয়েছেন।

আজ সোমবার (২২ মে) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নে হাসরা মাজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের দুলাল মিয়ার ছেলে রাফি।

স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য ডলি আক্তার জানান, শিশুটি বাড়ির পাশে ডোয়াইল-মাজালিয়া সড়ক পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে সে মারা যায়।

এ ব্যাপারে এসআই সাব্বির হোসেন বলেন, পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫