মাঠে দাদার জন্য খাবার নিয়ে লাশ হয়ে ফিরলেন নাতি

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৩, ২২:০২

প্রতীকী ছবি
মাঠে দাদার খাবার খাওয়াতে গিয়ে আর বাড়ি ফেরা হলোনা নাতির। খাবার রেখে সেচ পাম্পে পানি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ঝিনাইদহের শৈলকুপার আউশিয়া গ্রামের ব্লু খাঁর ছেলে নাসির খাঁ (১৯)।
আজ সোমবার (২২ মে) দুপুর তিনটার দিকে পৌর এলাকার আউশিয়া বটতলা মাঠে এ ঘটনা ঘটে।
প্রতিবেশীরা জানান, নাসির দুপুরে আউশিয়া বটতলা মাঠে দাদার জন্য খাবার নিয়ে যান। খাবার রেখে মাঠের একটি সেচ পাম্পে পানি আনতে যান তিনি। পাম্পের বিদ্যুৎ সংযোগ দিয়ে পানি নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুত্বর আহত হন নাসির। মাঠের অপর কৃষকরা টের পেয়ে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজায়েত হোসেন বলেন, সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে নাসির হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।