বিএনপির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদের বিরুদ্ধে আবারো শেরপুরে মামলা করা হয়েছে।
আজ বুধবার (২৪ মে) দুপুরে আদালতে শেরপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল বাদী হয়ে এ মামলা করেন।
এর আগে ২৩ মে মঙ্গলবার একই অভিযোগে চাঁদের বিরুদ্ধে মামলা করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের এজলাসে উৎপল স্ব-শরীরে উপস্থিত হয়ে এই অভিযোগ করেছেন। মামলায় আসামি করা হয়েছে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ ও বাদীকে প্রাণনাশের হুমকির জন্য শেরপুরের অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার বাদী উৎপলের দাবি অভিযুক্ত আবু সাইদ চাঁদ শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দিয়েছেন। তিনি শেখ হাসিনার পক্ষে একজন সংক্ষুব্ধ কর্মী। চাঁদ আইন অমান্যকারী ও সন্ত্রাসী। ‘সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে।’ চাদের এমন বক্তব্য কুরুচিপূর্ণ, মর্যাদাহানিকর ও রাষ্ট্রের সার্বভৌমত্ত্বের জন্য হুমকি। চাঁদ উস্কানিমূলক, বিঘ্ন সৃষ্টিকারী ও প্রধানমন্ত্রীর জীবনের জন্য হুমকি। এমন রাষ্ট্রদ্রোহ বক্তব্যের জন্য অভিযুক্ত চাঁদকে গ্রেপ্তার ও সুবিচারে জন্য তিনি মামলা দিয়েছে। মামলায় উৎপল আরো উল্লেখ করেন প্রধানমন্ত্রীর প্রাণনাশের হুমকি সংক্রান্ত খবর ২২ মে পত্রিকায় পড়ে নিন্দা প্রকাশ করলে শেরপুর শহরের থানা মোড়ে অজ্ঞাতনামা ১০/১২জন আমাকে হুমকি দেয়।
মামলার পর এক প্রেস বিফ্রিংয়ে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও আদালতের পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় চাঁদকে আইনের আওতায় এনে দ্রুত তাকে শাস্তি দেওয়া হোক। আর অজ্ঞাত নামাদের খোঁজে আইনের আওতায় আনা হোক। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য আদালত শেরপুর সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই পিপি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর বিএনপি মামলা শেখ হাসিনাকে হত্যার হুমকি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh