নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের শ্যালক ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হাসান মামুন।

আজ বুধবার (২৪ মে) বিকাল পৌনে চারটার দিকে তিনি সশরীরে উপস্থিত হয়ে সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেছেন।

মামুন সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্রের বৈধতা পায়। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক পদধারী নেতা ছিলেন।

সৈয়দ সাইদুল হাসান মামুন বলেছেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না। আমার দল বিএনপি নির্বাচনে না যাওয়ার যে ঘোষণা দিয়েছে সেই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। এটিও আমার অবৈধ সরকারের বিরুদ্ধে ব্যতিক্রম প্রতিবাদ।

এদিকে মনোনয়নপত্র প্রত্যাহারকালে মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর, মহানগর বিএনপির সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম তালুকদার, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //