Logo
×

Follow Us

জেলার খবর

মিয়ানমারের ১৯ নাগরিক উদ্ধার, চার দালাল আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৮:২৪

মিয়ানমারের ১৯ নাগরিক উদ্ধার, চার দালাল আটক

আটক মিয়ানমার নাগরিক। ছবি: প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ নাইট্যংপাড়া এলাকা থেকে ১৯ জন মিয়ানমারের নাগরিকসহ মানবপাচারে জড়িত চার দালালকে আটক করেছে পুলিশ। আটক মিয়ানমারের নাগরিক ও দালালদের পরিচয় পাওয়া যায়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।  

ওসি হালিম জানান, শুক্রবার (২৬মে) দিবাগত রাত ১১টার পর গোপন সংবাদেরভিত্তিতে টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া আমিন শরীফের বাড়িতে অভিযান পরিচালনা করে ১৯ জন মিয়ানমারের নাগরিককে উদ্ধার করা হয়। আটকদের মধ্যে- ৬ জন নারী, ৬ জন পুরুষ, ৭ জন শিশু রয়েছে। এঘটনায় জড়িত ৪ জন মানবপাচারকারী বাংলাদেশী দালালকেও আটক করা হয়েছে। 

উদ্ধার মায়ানমারের নাগরিক  ও আটকদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি আব্দুল হালিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫