Logo
×

Follow Us

জেলার খবর

বাহুবল ও চুনারুঘাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:৫৮

বাহুবল ও চুনারুঘাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি।

হবিগঞ্জ জেলার বাহুবল ও চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধীসহ দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ মে) সকালে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ এসব তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে শুক্রবার (২৬ মে) বিকেলে জেলার বাহুবল ও চুনারুঘাটে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহত শিশুরা হলো- জেলার বাহুবল উপজেলার ফতেহপুর গ্রামের ইজাজুর রহমানের ছেলে সাব্বির আহমদ (১০) ও চুনারুঘাট উপজেলার চাটপাড়া গ্রামের আদিল বখত চৌধুরীর মেয়ে তাসমিয়া চৌধুরী লামিয়া (৩)।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জনান, লামিয়া বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে পুকুরে পড়ে যায়। পরে পানিতে তার নিথর দেহ ভেসে উঠলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম খান জানান, উপজেলার ফতেপুরে শারীরিক প্রতিবন্ধী সাব্বির শুক্রবার বিকেলে পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫