মো. আলী আকবর খানের বয়স ৮৫ ছুঁই ছুঁই। গাছের প্রতি রয়েছে তার অগাধ ভালোবাসা। সেই ভালোবাসা থেকে বৃক্ষপ্রেমী এই মানুষটি গাছের পেছনে ছুটছেন দীর্ঘ ১৮ বছর ধরে। প্রকৃতিকে শীতল করতে রেল লাইনের দুপাশে সারি সারি তাল লাগিয়ে এলাকায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
ঢাকা-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বাইপাস রেলপথের খড়মপুর থেকে আজমপুর ও খড়মপুর থেকে সদর উপজেলার কোড্ডা এলাকার প্রায় ৩ কিলোমিটার জুড়ে ৫ হাজারের বেশি তালগাছ লাগিয়েছেন তিনি। চারপাশে বিস্তৃত সবুজ মাঠের গ্রামীণ নির্মল পরিবেশ আর মুক্ত বাতাস যেন এক ভিন্ন আবহের শোভা ছড়াচ্ছে। উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামের মৃত সুলতান খানের ছেলে গাছ পাগল আলী আকবর খান।
বর্তমানে তার স্ত্রী ও দুই পুত্র রয়েছে। গাছ লাগানোর পেছনে তার ছেলেরা সার্বিকভাবে সহযোগিতা করছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি রেললাইনের দুই পাশে তালগাছ লাগিয়ে সকলকে তাক লাগিয়েছেন। তাছাড়া তিনি বিভিন্ন মাজার, মন্দির, কবরস্থান, স্কুল, হাট-বাজারসহ বিভিন্ন জায়গাতে যেখানে সুবিধা পেয়েছেন তালগাছের পাশাপাশি লিচু, বকুল ফুল, কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছ লাগিয়েছেন।
এদিকে ওই গাছগুলো পরিবেশ রক্ষার পাশাপাশি বর্তমানে বিনোদন কেন্দ্রে পরিণত হয়ে উঠেছে। দৃষ্টিনন্দন তালগাছের নির্মল বাতাস যে কাউকে মুগ্ধ করে তুলছে। আর এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে বিনোদনপ্রেমীরা ছুটে আসছেন।
আলী আকবর খান বলেন, ২০০৫ সালে আখাউড়া বাইপাস লিংক রেললাইন চালু হওয়ার পর তার এক কাছের বন্ধু সৃষ্টিশীল কাজ করার পরামর্শ দেন। তার বন্ধু তাকে বলেন দুনিয়াতে কিছু সৃষ্টিশীল কাজ না করতে পারলে এ আসার কোনো মূল্য নেই। এরপর বেশ কিছু দিন এ নিয়ে চিন্তা করেন কী করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত নেন নতুন রেললাইনের পাশে পরিবেশবান্ধব তালগাছ লাগানোর। এরপর শুরু করেন তাল বীজ সংগ্রহ। বিভিন্ন স্থান থেকে শত শত তালবীজ সংগ্রহ করেন। এরপর রেললাইনের দুই পাশে মাটির নিচে পুঁতে দেন। যখন যেখানে শুনেছেন বীজ সংগ্রহ করতে ছুটে চলেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, মহৎ কাজ করার জন্য মানুষের মধ্যে মহৎ গুণের প্রয়োজন যা আলী আকবর খানের মধ্যে রয়েছে। তার এই মহৎ উদ্যোগ সফল হোক। সরকারি কোনো সহায়তা থাকলে কিংবা আমাদের যদি কোনো ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি থাকে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে অবশ্যই তাকে সম্পৃক্ত করার চেষ্টা করব। আলী আকবর খানের মতো সবাই নিজ নিজ অবস্থান থেকে তালবীজ রোপণ করলে তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বজ্রপাত রোধে কাজ করবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh