নাটোরের হালতি বিলে মৎস্য অভয়াশ্রমে অভিযান চালিয়ে চার মাছ শিকারীকে ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (২৭ জুন) মধ্য রাতে এই অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
অভিযানে উদ্ধারকৃত মা বোয়াল মাছসহ অন্যান্য মাছ দূর্লভপুর মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোজিনা আক্তার জানান, প্রজনন মৌসুমে মা বোয়াল মাছ ধরা অনেক ক্ষতিকর। দণ্ডবিধির ১২৮ ধারায় অভিযুক্ত চারজনকে ২৪ ঘণ্টার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়ে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর মাছ শিকার কারাদণ্ড হালতি বিল ভ্রাম্যমাণ আদালত
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh