বহু প্রতীক্ষিত স্বপ্নের গোলাম কিবরিয়া সেতু আজ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। কুমারখালীতে গড়াই নদীর ওপর পৌরসভার তেবাড়িয়া-যদুবয়রা লালনবাজার স্থানে সেতু নির্মাণ করেছে সরকার, যার প্রস্তাবিত নামকরণ করা হয়েছে শহীদ গোলাম কিবরিয়া সেতু।
সেতু ঘিরে কৃষক, ব্যবসায়ী, তাঁতি, শিক্ষার্থী, চাকরিজীবী, শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ স্বপ্নের জাল বুনতে শুরু করেছেন। সেতুটি চালু হওয়ায় ব্যবসা-বাণিজ্য ছাড়াও কৃষিতে নতুন দিগন্তের সূচনা হবে।
আজ বুধবার (২৮ জুন) বেলা ১১টায় হাজার হাজার জনতাকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে, বৃষ্টিতে ভিজে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ নবনির্মিত এ সেতু উদ্বোধন করেন।
এসময় তিনি সাংবাদিকদের বলেন, কুমারখালীবাসীর জন্য ঈদের আগের দিন এটি প্রধানমন্ত্রী ও আমার পক্ষ থেকে দেওয়া ঈদ উপহার। আমার নির্বাচনী প্রথম ওয়াদা ছিল এই সেতু। আজ তার বাস্তবায়ন হওয়ায় কুমারখালীবাসীর পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেতুটি চালু হওয়ায় শুধু কুষ্টিয়া এবং কুমারখালীবাসীই নয় দক্ষিণ-পশ্চিম ও উত্তরাঞ্চলের সাতক্ষীরা, ঝিনাইদহ, মাগুরা, যশোর,পাবনা, রাজবাড়ী, নাটোর, নড়াইলসহ প্রায় ১০টি জেলার মানুষ উপকৃত হবেন। মানুষের জীবনমানের উন্নয়নের পাশাপাশি ব্যবসা, বাণিজ্যের ব্যাপক প্রসারের পাশাপাশি এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক বিপ্লব সাধিত হবে।
আগামীতে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সেতুটি উদ্বোধন করবেন বলে জানান এই সংসদ সদস্য।
উদ্বোধনের পর পায়ে হেঁটে সেলিম আলতাফ জর্জ সেতুর এপার থেকে ওপারে যান। এসময় অন্যান্যের মধ্যে কুমারখালী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান অরুণসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ৫২ বছর পরে হলেও কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ওপরে পৌরসভার তেবাড়িয়া-যদুবয়রা লালনবাজার পয়েন্টে নির্মিত এই সেতুর নামকরণ করা হয়েছে সাবেক জাতীয় পরিষদ সদস্য ও এমপি শহীদ গোলাম কিবরিয়ার নামে।
স্থানীয়রা বলছেন, সেতুটি চালুর ফলে একদিকে যেমন মানুষ খুব সহজে, নিরাপদে ও কম সময়ে চলাচল করতে পারবে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি জীবনমানের উন্নয়ন হবে। উপকৃত হবেন কুষ্টিয়াসহ ১০ জেলার মানুষ।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, গড়াই নদীর ওপর সেতুর চুক্তি মূল্য প্রায় ৮৯ কোটি ৯১ লাখ ৩৫ হাজার ৫৯১ টাকা। ৬৫০ মিটার দৈর্ঘ্যের পিসি গার্ডার সেতু ও প্রায় ৫৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণকাজ প্রায় শেষের দিকে। ২০১৯ সালের ১৭ এপ্রিল সেতুর কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কুষ্টিয়া গোলাম কিবরিয়া সেতু গড়াই নদী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh