Logo
×

Follow Us

জেলার খবর

নাটোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত, আহত ৪

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১৪:৩৬

নাটোরে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত, আহত ৪

বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষ। ছবি: নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস ও প্রাইভেটকারের সংঘর্ষে আব্দুল করিম নামে এক আম ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল করিম রাজধানীর আমিনবাজার এলাকার বাসিন্দা।

আহতরা হলেন- নাজমুল (৩৫), বৈশাখী খাতুন (১৪), মহাব্বত আলী (৬৫) ও সোলেমান আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে প্রাইভেটকারে ঢাকায় ফিরছিলেন আব্দুল করিম। এসময় ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি মাইক্রোবাস নওগাঁ জেলার আত্রাই যাচ্ছিল। বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় পৌঁছালে প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আম ব্যবসায়ীসহ পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আম ব্যবসায়ী আব্দুল করিমকে মৃত ঘোষণা করেন।

এসআই হাবিবুর রহমান বলেন, মাইক্রোবাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫