গাইবান্ধায় ইউএনওর নাম্বার ক্লোন করে টাকা দাবি

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৮:৪৪

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শরীফুল আলম।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে অনেকের কাছে ফোন দিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. শরীফুল আলম।
তিনি বলেন, হঠাৎ করে একটি চক্র অফিসের নাম্বারটি ক্লোন করেছে। পরবর্তীতে বিভিন্ন জনের কাছে ফোন দিয়ে নগদ অর্থ দাবি করছে। বিষয়টি অবগত হওয়ায় পর সাধারণ মানুষের উদ্দেশ্যে সতর্কবার্তা হিসাবে ফেসবুকে পোস্ট করা হয়েছে। এবিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।