সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযানে ৫০ লাখ টাকার হেরোইনসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
আজ শুক্রবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লে. বিএন মো. আবুল হাসেম।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মো. হারুন ফকিরের ছেলে মো. হেলাল উদ্দিন (২৩) ও কিশোরগঞ্জ জেলার নান্দাইল থানার তারাই গ্রামের বুবুল হোসেনের ছেলে মো. অলি উল্লাহ (২৫)।
প্রেস বিজ্ঞপ্তিতিতে জানান, বুধবার বিকালে জেলার সলঙ্গা থানার রামারচর এলাকায় নিউ রুপালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭৩ গ্রাম হেরোইন (যার মূল্য ৫০ লাখ টাকা) উদ্ধার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস ও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল এবং নগদ ২৭০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত ও আসামিদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : সিরাজগঞ্জ হেরোইন মাদক আটক কেরানীগঞ্জ
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh