কুষ্টিয়ায় এমপি-সভাপতির বক্তব্যে উত্তাল রাজনৈতিক অঙ্গন

কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে এমপি ও সভাপতি পাল্টাপাল্টি অবস্থান নিয়েছেন। কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সাথে তাল মিলিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীর বক্তব্যে উত্তাল হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন।

গত শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীতে আয়োজিত শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফের উদ্দেশে বলেন, রাতের অন্ধকারে তোমরা এমপি হয়েছ, আমরাই তো তৈরি করেছি। অহংকার ভালো না দাদাভাই। তোমরা এমপি হয়েছ, মুরব্বিদের সম্মান করে চলো। তা না হলে সমস্যা হবে। তখন কিছু বলতে পারবা না। সংগঠন আমরাই তো করেছি, তোমরা করো নাই।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার খোকসায় শান্তি ও উন্নয়ন সমাবেশে আজগর আলীসহ চার নেতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন সংসদ সদস্য সেলিম আলতাফ। এর জেরেই শুক্রবার সমাবেশে আজগর আলী পালটা এ বক্তব্য দেন।

তিনি বলেন, আমাদের সুযোগ হয়েছে বঙ্গবন্ধুর কাছে যাওয়ার। ৭ মার্চের ভাষণ শুনেছি। দেশের জন্য যুদ্ধ করেছি। আজকে কিবরিয়া ভাইয়ের (সংসদ সদস্য সেলিমের দাদা গোলাম কিবরিয়া) পরিবারের যারা এমপি হচ্ছে, তোমাদের প্রতি অনুরোধ, যাদের বিরুদ্ধে তোমরা সমালোচনা করেছ, তাদের বিরুদ্ধে সমালোচনা করার এখতিয়ার কি তোমাদের আছে?

সমাবেশে আজগর আলী আরো বলেন, তোমরা এমপি হয়ে ওপরের দিকে তাকাও, নিচের দিকে তাকানোর সুযোগ নাই। আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ মানে জনগণ, জনগণের দল করি। আর তোমরা চেষ্টা করছ ‘আমি লীগ’ করার। তবে শেখ হাসিনার নাম নষ্ট করতে দেওয়া হবে না।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান।

বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি জাহিদ হোসেন জাফর, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান প্রমুখ। আসগর আলী শান্তি সমাবেশে প্রধান বক্তা ছিলেন।

সমাবেশে প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, যে নৌকা ছিদ্রি (ফুটো) করে সে নৌকায় উঠলে পরে সে নৌকা ডুবে যায়। এখনকার ছেলে-ছুকরা-বাচ্চারা জাহিদ হোসেন জাফরকে রাজনীতি শেখায়, আব্দুল মান্নান খানের  (কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান) হাঁটুর বয়সী যারা, তারা রাজনীতি শেখায়, মান্নান খানের বাজার নিয়ে যাদের সংসার চলেছে তাদের রাজনীতি কথাটা বাস্তব। মিথ্যা কথা বললে জিহ্বা কেটে দেবো বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি জামাতের লোকে সাথে সখ্যতা গড়বা, আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা দিবা সেটা আর হতে দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার বিকেল চারটায় খোকসা বাসস্ট্যান্ডে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সংসদ সদস্য সেলিম আলতাফ বলেছিলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।

জেলার মুরুব্বী নেতাদের উদ্দেশ্যে এমপি বলেন, সামনে অনেক দেখবেন, আরো অনেক কিছু দেখার বাকী আছে। দেখবেন যদি চোখে ধূলি না পড়ে। আপনারা বয়স্ক মুরুব্বী মানুষ। আমি কোনো আজেবাজে কথা বলতে চাই না। যদি কথা বলেন, সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //