Logo
×

Follow Us

জেলার খবর

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ১৭:৪৮

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনা। ছবি: গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি ও পলাশবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গা মিয়া (৫০) ও গোফফার মিয়া (৫৫) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় রাখু মিয়া (৪০) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার (২৬ জুলাই) সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি বাজারে ও পলাশবাড়ীর ব্র্যাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাঙ্গা মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে। গোফফার মিয়া পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বড় শিমুলতলা গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, ওই সময় রাঙ্গা মিয়া মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বের হয়ে একাডেমি বাজারে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় রাঙ্গা মিয়া ও রাখু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাঙ্গা মিয়াকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল চালক রাখু মিয়া ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রজব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, কঞ্চিপাড়ায় সড়ক দুর্ঘটনায় রাঙ্গা মিয়া নামের একজন নিহত হয়েছেন।

এদিকে পলাশবাড়ী পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়কে ব্র্যাক মোড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় গোফফার মিয়া (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি আজ সকালের দিকে ক্ষেতের সবজি বিক্রি করার জন্য পলাশবাড়ী হাটের দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে গোফফার মিয়া মারা যান।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ব্র্যাক মোড় এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫