বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশ তথা জাতির উন্নয়ন হয়। প্রধানমন্ত্রীর কাছে চাওয়া লাগে না তিনি চাওয়ার আগে সব কিছু বুঝতে পারেন।
আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠ জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১১ বছর আগে রংপুর জিলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী জনসভায় জাতির উদ্দেশ্য ভাষণে রংপুরের উন্নয়নের দায়িত্ব নিয়েছিলেন তা তিনি যথাযথভাবে পালনও করেছেন। তিনি আবারও রংপুরে আসছেন, রংপুর তথা উত্তরবঙ্গের দায়িত্ব যেহেতু নিয়েছেন তিনি তা বাস্তবে রূপ দিবেন। আমাদের সামনের চাওয়াগুলোও তিনি সঠিকভাবে পূরণ করবেন।
প্রধানমন্ত্রীর কাছে দলের পক্ষ থেকে কোন কিছু চাওয়া আছে কি না, এই প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাওয়ার তো শেষ নেই অনেক চাওয়া আছে। সবচেয়ে বড় চাওয়া হচ্ছে রংপুরে অর্থনৈতিক অঞ্চল ও তিস্তার মহাপরিকল্পনার বাস্তবায়ন। কারণ নদীর দুইপাড়ের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাতে এটাই সবচেয়ে বড় প্রত্যাশা। তছাড়াও গ্যাস যাতে দ্রুত দেওয়া যায়, ইন্ডাস্ট্রিয়াল বেইজ সৃষ্টি করা, অর্থনৈতিক জোন করা এবং যে মহাসড়কের কাজ শুরু হয়েছে সেটা যাতে দ্রুত শেষ হয় সেদিক নজর দিবেন। উত্তরের জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রীর নিজেই চাওয়ার আগে ঘোষণা দিবেন।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রী আগামী ২ আগস্ট বুধবার রংপুরে আসবেন। সেদিন রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। শেখ হাসিনার আগমনকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশার সাথে অনেক প্রাপ্তির হিসেব মিলাতে শুরু করেছে এই অঞ্চলের মানুষ।
প্রধানমন্ত্রী সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এসময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে পৃথক দুটি নির্বাচনী জনসভা বক্তব্য দিয়েছিলেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে তিনি বিগত সাড়ে ৪ বছরের বেশি সময় পর আবারও রংপুরে আসছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রংপুর আওয়ামী লীগ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh