Logo
×

Follow Us

জেলার খবর

চুয়াডাঙ্গায় ৮ জামায়াত নেতাকর্মী আটক

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুলাই ২০২৩, ২০:৫৯

চুয়াডাঙ্গায় ৮ জামায়াত নেতাকর্মী আটক

পুলিশের অভিযানে আটককৃত জামায়াতের নেতাকর্মীরা। ছবি: চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা ও দামুড়হুদা মডেল থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকেই জামায়াতের নেতাকর্মীদের সন্ধানে তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ করে জামায়াতের নেতাকর্মীরা।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার  গভীর রাতে থানা এলাকার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালানো হয়। এর মধ্যে দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর থেকে দর্শনা পৌর জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসেন, জামায়াত নেতা তানজিল হোসেন, তিতুদহ গ্রাম থেকে নাজমুল হক ও হাফিজুল ইসলাম, নেহালপুর গ্রাম থেকে মসজিদের ইমাম হাফেজ লোকমান হোসেন ও আরাফাত রহমান এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোশারফ হোসেনকে আটক করা হয় ও তাদের কাছ থেকে ৭টি বোমা উদ্ধার করা হয় বলে দাবি করেন তিনি।

অপর দিকে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, জোহরের নামাজ পড়ার সময় নিজ প্রতিষ্ঠান থেকে দামুড়হুদা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল গফুরকে আটক করা হয়। 

আটককৃতদের আজ বুধবার (২৬ জুলাই) বিকালে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের মামলায় চুয়াডাঙ্গা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতদের পরিবারের সদস্যরা জানান, তারা প্রত্যেকে নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় পুলিশ তুলে নিয়ে গিয়ে তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য মামলা সাজিয়েছে। এছাড়াও গতকাল দিনভর পুলিশ জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে আটকের উদ্দেশ্যে অভিযান চালিয়েছে।

এদিকে ৩০ জুলাই শান্তিপূর্ণভাবে মিছিল করার জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কাছ থেকে সহযোগী চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা। বুধবার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হয়ে একটি আবেদনপত্র জমা দেন তারা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মী ও ওলামায়ে কেরামের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ৩০ জুলাই বিকাল ৪টায় স্থানীয় সাহিত্য পরিষদ থেকে শহীদ হাসান চত্বর পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হবে। ওই মিছিল কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালন করার জন্য পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুনের সহযোগিতা চেয়ে একটি আবেদনপত্র পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পুলিশ সুপার খুলনায় অবস্থান করায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আবু তারেকের পরামর্শে ওই আবেদনপত্রটি ডেসপাসে জমা দেওয়া হয়েছে। আশা করি পুলিশ সুপারের পক্ষ থেকে আমরা আমাদের দলীয় কর্মসূচি পালনের জন্য সহযোগিতা পাবো।

আবেদনপত্রটি জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশের জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ল'ইয়ার্স কাউন্সিলের আহবায়ক অ্যাডভোকেট মসলেম উদ্দীন ও চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম ও জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি হুমায়ুন কবীর।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫