টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থী কারাগারে থেকে মুক্তি পেয়েছেন। আজ বুধবার (২ আগস্ট) সন্ধ্যায় আদালত থেকে জামিনের কাগজ পত্র পৌঁছালে রাত ১০টার দিকে সুনামগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন ৩২ শিক্ষার্থী। এসময় কারাগারে সামনে অপেক্ষায় থাকায় শিক্ষার্থীদের পরিবার তাদের নিজ জিম্মায় নিয়ে বের হন।
এর আগে সকালে সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তাহিরপুর আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে আটক ৩২ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেন।
আসামিদের আইনজীবী তৈয়বুর রহমান বাবুল জানান, আসামিরা দেশের মেধাবী শিক্ষার্থী, তারা হাওরে ঘুরতে এসেছে। পুলিশ শুধুমাত্র সন্দেহের বশত এতজন মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না। তারা সবাই প্রতিষ্ঠিত পরিবারের সন্তান, সবাই মেধাবী শিক্ষার্থী এসব বিবেচনায় আদালত তাদের জামিন মঞ্জুর করেন এবং আসামিদের রিমান্ড আবেদন করলে আদালত তাদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন।
এদিকে গ্রেপ্তার আরও দুই শিশু আসামির জামিন আবেদন শিশু আদালতে শুনানি হবার কথা রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৩০ জুলাই) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নতুনবাজার পাটলাই নদী দিয়ে ট্যাকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে সন্ত্রাসী কার্যকলাপ ও ধর্মীয় জিহাদ সৃষ্টির মাধ্যমে সরকার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যাওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।
গত সোমবার বিকেলে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh