
প্রতীকী ছবি
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় জেসমিন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আজ শনিবার (১২ আগস্ট) দুপুর একটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জেসমিন মিরপুর পৌরসভার তালতলার ফজলু মণ্ডলের মেয়ে ও গাংনীর কুয়াতলা এলাকার লিপুর স্ত্রী।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে জেসমিন নামে এক নারী ব্যাটারিচালিত অটোভ্যানযোগে বাড়ি থেকে মিরপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। এমন সময় অটোভ্যানটিকে কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় এবং অটোভ্যানের তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।