নিখোঁজের ২১ ঘণ্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহের রৌমারি বিলের পানিতে ডুবে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী সোহার্দ্য (১৬) মারা গেছেন। নিখোঁজের ২১ ঘণ্টা পর গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে বিলের পানিতে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে তিনি নিখোঁজ হন।

সৌহার্দ্য জামালপুর পৌরসভার জিগাতলা এলাকার শাহজাহানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পর্যটনস্থান হিসেবে পরিচিতি রৌমারি বিল ছয়মাস পানিতে টইটম্বুর থাকে। এসময় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে লোকজন সেখানে ঘুরতে যান। শুক্রবার বিকেল ৫টার দিকে এ বিলে বন্ধুদের নিয়ে ঘুরতে যান সৌহার্দ্য। এসময় তিনি বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন।

জামালপুর ফায়ারসার্ভিসের টিম লিডার ছানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বিকেল থেকেই অভিযান চালান। রাতে অভিযান স্থগিত রাখা হয়। গতকাল শনিবার পুনরায় দুপুর ১টা পর্যন্ত অভিযান চললেও সন্ধান মেলেনি।

এদিকে বিকেলে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গিয়ে সৌহার্দ্যের লাশ বিলের পানিতে ভাসতে দেখে স্বজনদের খবর দেয়।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //