মামুনুল হকসহ কারাবন্দী আলেমদের মুক্তির দাবিতে স্মারকলিপি

আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী উলামায়ে কেরামদের মুক্তি এবং দেশব্যাপী আলেম-উলামা ও তৌহিদী জনতার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে শাইখুল হাদিস পরিষদ।

আজ রবিবার (২০ আগস্ট) দুপুরে শাইখুল হাদিস পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপি প্রদানের পূর্বে জেলা ইসলামিক ফাউন্ডেশনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় শাইখুল হাদিস পরিষদ সাভার জোনের সদস্য সচিব মুফতি মাহফুজ হায়দার কাসেমীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাভার জোনের আহবায়ক মাওলানা ফারুক আহমাদ, সাভার জোনের উপদেষ্টা শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল্লাহ আল ফিরোজ, সাধারণ সম্পাদক মুফতি মহিউদ্দিন কাসেমী সিংগাইর।

এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলার সাবেক সভাপতি ও যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল মাওলানা মুহাম্মাদ রমজান মাহমুদ। 

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদুল্লাহ আল মাহমুদ, মাওলানা আবদুল আজিজ, মুফতি আব্দুল করিম কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা শামীম, মুফতি আনোয়ার হুসাইন রিয়াদ, মাওলানা বাকিবিল্লাহ, মাওলানা আনোয়ার হুসাইন সিংগাইর, ক্বারি আব্দুল আলীম, শাহ আলম প্রমুখ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //