জামালপুরে ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের আটক ৩

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৪:২২

গাঁজাসহ আটককৃত তিনজন। ছবি: জামালপুর প্রতিনিধি
জামালপুরে ২৩ কেজি গাঁজাসহ একই পরিবারের তিন কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে জামালপুর সদর শিলকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলো- শিলকুড়িয়া এলাকার মৃত নাজিম উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৬) ও মো. রিপন মিয়া ওরফে দুখু (৪০) এবং রিপন মিয়ার স্ত্রী মোর্শেদা বেগম (৩৫)।
সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয় বলেও তিনি জানান।