ঝিনাইদহে জামায়াত-শিবিরের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৩, ১৭:৩৩

জামায়াতের লোগো
ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সদর উপজেলায় তিনজন, কোটচাঁদপুর উপজেলার দুই জন ও মহেশপুর উপজেলায় চারজন।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইমরান, ছাত্র শিবিরের সমর্থক বায়েজিদ, গান্না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমীর আব্দুস সামাদ, মহেশপুর উপজেলা আমীর আব্দুল হাই, নায়েবে আমীর মো. ফকির আহম্মদ, মহেশপুর উপজেলা জামায়াত নেতা মাওলানা আলী আহম্মদ, জামায়াত সমর্থক আবু জাফর, কোটচাঁদপুরে কুশনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর মো. শাহ আলম ও কুশনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমীর মো. আল-আমীন মন্ডল।
গ্রেপ্তারকৃতদের ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় জামায়াত-শিবিরের কর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড পরিকল্পনা করছে।
এরই পরিপ্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।